মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:২০
শেয়ার :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

রংপুরের তারাগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তৌফিক (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার হাঁড়িয়ারকুটি ইউনিয়নের নারায়ণজন জলুবার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, তৌফিক আজ দুপুর দুইটার দিকে জাল নিয়ে মাছ ধরতে জমুনেশ্বরী নদীতে নামে। এ সময় হঠাৎ জালের সঙ্গে জড়িয়ে পানিতে তলিয়ে যায় সে। প্রায় দেড় ঘণ্টা পর সাড়ে তিনটার দিকে তার মরদেহ ভেসে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ. ফারুক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’