ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৪
শেয়ার :
ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় জিসানুর রহমান নোহান (১২) নামে এক ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের কাঞ্চনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোহান চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ও চররুহিতা গ্রামের খলিফা বাড়ির নাসিরুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে বের হয়ে নোহান স্কুলে যাচ্ছিল। পথে নোহানকে একটি ট্রাক চাপা দেয়। স্থানীয়রা নোহান উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’