৩৯ পরিদর্শককে এএসপি পদে পদোন্নতি

অনলাইন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৬
শেয়ার :
৩৯ পরিদর্শককে এএসপি পদে পদোন্নতি

বাংলাদেশ পুলিশের ৩৯ জন পরিদর্শককে (ইন্সপেক্টর) সহকারী পুলিশ সুপার হিসেবে (এএসপি) পদোন্নতি দেওয়া হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদান পত্র দাখিল করবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।