গাজীপুরে কেমিক্যাল গুদামে আগুন, ফায়ারকর্মীসহ দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৭
শেয়ার :
গাজীপুরে কেমিক্যাল গুদামে আগুন, ফায়ারকর্মীসহ দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় একটি কেমিক্যাল গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  

আজ সোমবার বিকেল পৌনে ৪টায় টঙ্গীর বিসিক এলাকার সাহারা মার্কেটের একটি সেমিপাকা ভবনে থাকা কেমিক্যাল গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় ফায়ার সার্ভিসের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হন।

দগ্ধরা হলেন মো. শামীম, মো. নুরুল হুদা, মো. জয় হাসান, জান্নাতুল নাঈম ও শাহিন আলম।  

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইশরাত জাহান বলেন, দগ্ধ ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।