গোয়ালন্দে যুবতীর মরদেহ উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮
শেয়ার :
গোয়ালন্দে যুবতীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দে লাখি (১৮) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছে।

লাখি গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর গাংপাড় গ্রামের নজির সরদারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে নজির সরদারের ছেলে সাগর সরদারের স্ত্রী রুপার সঙ্গে পারিবারিক কলহে জড়িয়ে পড়ে লাখি। এ সময় রুপার অশালীন কথাবার্তা সহ্য করতে না পেরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

লাখির বাবা নজির সরদার জানান, বিরোধের সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে খবর পেয়ে এসে দেখেন মেয়ের মরদেহ ঝুলছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।’