কারাগারে আওয়ামীলীগ নেতার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৪
শেয়ার :
কারাগারে আওয়ামীলীগ নেতার মৃত্যু

গাইবান্ধার কেন্দ্রীয় কারাগারের আবু বক্কর সিদ্দিক (৭০) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি অসুস্থ অবস্থায় কারাগার থেকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া কয়েদি আবু বক্কর সিদ্দিকের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে। তিনি কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে আবু বক্কর সিদ্দিক নানা অসুস্থতায় ভুগছিলেন। গোবিন্দগঞ্জ বিএনপির কার্যালয় ভাঙচুর ও হামলার আসামি ছিলেন তিনি। গত ১ সেপ্টেম্বর পুলিশ তাকে আটক করে।

জেল সুপার আনোয়ার হোসেন জানান, নিহত আবু বক্কর সিদ্দিক ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত কারণে হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন তিনি। গত ২ সেপ্টেম্বর জেলা কেন্দ্রীয় কারাগারে আসেন তিনি। কারাগারে অবস্থানকালে নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণ করতেন। রবিবার রাতে কারাগারের ভেতরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।