রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলের, যথাসময়ে চায় ছাত্রশিবির

রাবি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩২
শেয়ার :
রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলের, যথাসময়ে চায় ছাত্রশিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে দুই রাজনৈতিক ছাত্রসংগঠনের অবস্থানে। ছাত্রদল নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানালেও ইসলামী ছাত্রশিবির ২৫ সেপ্টেম্বরে নির্ধারিত সময়ে ভোটগ্রহণের পক্ষে অবস্থান নিয়েছে।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ছাত্রদল মনোনীত প্যানেল নির্বাচন পিছিয়ে দেওয়ার আহ্বান জানায়। তারা বলেন, ‘পোষ্য কোটা’ ইস্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও দুর্গাপূজার ছুটিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ায় প্রচারণায় অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হয়নি।

ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, ‘আমরা প্রচারণায় গিয়ে শিক্ষার্থীদের পাচ্ছি না। অধিকাংশ শিক্ষার্থী ছুটিতে বাড়ি গেছেন। তাই একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনের উচিত পূজার ছুটির পর ভোট আয়োজন করা।’

অপরদিকে আজ বিকেলে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আয়োজিত ব্রিফিংয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। তা ধরে রাখতে যথাসময়ে ভোট হওয়া জরুরি। যারা নির্বাচন পেছানোর কথা বলছে, তারা হেরে যাওয়ার ভয়েই অপরাজনীতি করছে।’

তিনি আরও বলেন, ‘২৫ তারিখের নির্বাচন পেছালে শিক্ষার্থীদের আবেগ ও আস্থা নষ্ট হবে। কমিশনের উচিত দৃঢ় অবস্থান নেওয়া।’

এদিকে ‘পরিবেশ ফিরিয়ে এনে’ ২৫ সেপ্টেম্বরই রাকসু নির্বাচন দাবি করেছে কয়েকটি প্যানেলের প্রার্থীরা। আজ বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।

রাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী তাসিন খান বলেন, ‘২৫ তারিখে আসন্ন রাকসু নির্বাচন উপলক্ষে আমরা সকলেই উৎসবমুখর পরিবেশে প্রচারণা করছিলাম। কিন্তু পোষ্য কোটাকে সামনে এনে বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, সেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে, যা আমাদের কখনোই কাম্য নয়। রাকসু আমরা চাই, রাকসু দিতে হবেই। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবেই বন্ধ করা চলবে না।’