চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
বেতন বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটের বাস চালক, সুপারভাইজার ও হেলপাররা। আজ সোমবার সকাল থেকেই হানিফ, গ্রামীণ ট্রাভেলস, দেশ ও ন্যাশনাল ট্রাভেলসের সব গাড়ি বন্ধ রয়েছে। এ সব কোম্পানির চালক, সুপারভাইজার ও হেলপাররা এই কর্মবিরতি পালন করছেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই রুটের বাস চলাচল বন্ধ থাকবে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শ্রমিকরা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাওয়া একজন চালককে ১ হাজার ২৫০ টাকা, সুপারভাইজারকে ৫৭৫ টাকা এবং হেলপারকে ৫৫০ টাকা দেওয়া হয়। গত ১৫ বছরে এক টাকাও বাড়ানো হয়নি। এতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
তবে হানিফ, গ্রামীণ ট্রাভেলস, দেশ ও ন্যাশনাল ট্রাভেলস ছাড়া অন্যান্য পরিবহনের কোম্পানির শ্রমিকরা নায্য বেতন-ভাতা পাওয়ায় তাদের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ রুটের লোকাল বাস, আন্তঃজেলা বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আন্দোলনরত শ্রমিকরা দাবি জানায়, একাধিকবার মালিকদের সঙ্গে বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। ফলে তারা ভোর থেকেই চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী সব বাস বন্ধ রেখেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানান তারা।
চালক ও সহকারীরা আরও জানান, রাজশাহী ও নাটোর জেলার চালকরাও একই দাবিতে কর্মবিরতি পালন করছেন।
যাত্রীরা জানান, হঠাৎ করে এভাবে বাস বন্ধ করে দেওয়ায় তারা বিপদে পড়েছেন। সঠিক সময় কর্মস্থল বা প্রয়োজনীয় স্থানে পৌঁছাতে না পারলে তাদের ক্ষতি হবে। দ্রুত সমাধান করে যাত্রী হয়রানি থেকে মুক্তির দাবি করেন তারা।