আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে যেসব দেশ
যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। আজ সোমবার আরও কয়েকটি দেশ স্বীকৃতি দিতে পারে। ইতিমধ্যে পর্তুগাল স্বীকৃতি দিয়ে দিয়েছে। আজ যেসব দেশ স্বীকৃতি দিতে পারে তার মধ্যে রয়েছে ফ্রান্সের মতো বড় অর্থনৈতিক দেশ।
অন্যান্য সম্ভাব্য দেশগুলো হলো; বেলজিয়াম, লুক্সেমবার্গ, অ্যান্ডোরা, স্যান ম্যারিনো, মালটা।
কাগজে কলমে ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু নেই। তবে রাষ্ট্র হিসেবে বহু দেশ এই ভূখণ্ডকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে, বিভিন্ন দেশে এই দেশের কূটনৈতিক মিশনও রয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
কিন্তু ইসরায়েলের সাথে ফিলিস্তিনের দীর্ঘসময়ের বিরোধের কারণে ফিলিস্তিনের কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা, রাজধানী বা সেনাবাহিনী নেই।
পশ্চিম তীরে ইসরায়েলের সেনাবাহিনীর বহু বছরের দখলদারিত্ব চলার পর ১৯৯০'এর দশকে 'প্যালেস্টিনিয়ান অথরিটি' বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়, যাদের ঐ ভূখণ্ড ও সেখানে বসবাসরত মানুষের ওপর পূর্ণ নিয়ণ্ত্রণ নেই। ইসরায়েলের আগ্রাসনে গাজা এখন যুদ্ধক্ষেত্র।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
কাজেই এই পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া অনেকটাই প্রতীকী। নৈতিক ও রাজনৈতিকভাবে বিবেচনা করলে এটি বেশ শক্ত পদক্ষেপ, কিন্তু বাস্তবতা হলো – এই সিদ্ধান্তে ফিলিস্তিনের পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে না।
তবে এই প্রতীকী পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস