অভিনেত্রী পূজার সঙ্গে প্রতারণা, প্রযোজক গ্রেপ্তার

বিনোদন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৩
শেয়ার :
অভিনেত্রী পূজার সঙ্গে প্রতারণা, প্রযোজক গ্রেপ্তার

প্রযোজক শ্যামসুন্দর দের বিরুদ্ধে মাস কয়েক আগে আর্থিক প্রতারণার অভিযোগ আনেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। নতুন খবর হচ্ছে ওই অভিযোগের ভিত্তিতে এবার ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার শ্যামসুন্দর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়,পূজা বলেন, ‘তিন মাস আগে এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। অবশেষে অপরাধী গ্রেপ্তার হলো। সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই বিষয়টি হয়েছে। মুম্বাই পুলিশ তৎপরতার সঙ্গে কলকাতায় এসে দোষীকে গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশের সহায়তায়। আইনের ওপর ভরসা রেখেছিলাম যে আর্থিক ক্ষতি হয়েছে তা পূরণ হোক এতাই চাই।’

এর আগে সংবাদ সম্মেলন করে শ্যামসুন্দরের ওপর অভিযোগ আনেন পূজা ও তার স্বামী কুণাল বর্মা। সেসময় অভিনেত্রী দাবী করেছিলেন,‘আপনাদের উচিত আমাদের কাছে ক্ষমা চাওয়া। কারণ আপনারা আমাদের ফোন নম্বর ভাইরাল করে দিয়েছেন। আর তারপর থেকে এমন সব ফোন আসছে, যা বলতেও আমাদের রুচিতে বাধছে! অনুরাগীরা আমাদের ভালোবাসেন ঠিকই, কিন্তু কিছু মানুষ আমাদের কথা না শুনেই আমাদের ওপর ঘৃণাবর্ষণ করে চলেছেন। অনেক খারাপ কথা বলা হচ্ছে আমাদের। শুধু তাই নয়, লোকজন প্রশ্ন তুলছেন, কীভাবে কাউকে অপহরণ করতে পারি আমরা? এ প্রসঙ্গে বলে দেই, এটা হয়তো অন্য কারও জন্য সহজ হবে, কিন্তু আমাদের জন্য খুব কঠিন। কারণ আমাদের এক সন্তান আছে। এবং আমরা ওকে ছোট থেকেই ভালো শিক্ষায় শিক্ষিত করে তোলার চেষ্টা করছি। ও বড় হয়ে কী শুনবে যে, ওর মা-বাবা অপহরণকারী? এটা তো অন্যায়।’

মাস দুয়েক আগে সামাজিক মাধ্যমে শ্যামসুন্দরের নামে অভিযোগ আনেন পূজা। স্বামী কুণালের সঙ্গে এক ভিডিও বার্তায় শ্যামের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনেন। যদিও সেসময় নিজের ওপর আনীত অভিযোগ অস্বীকার করেছিলেন শ্যামসুন্দর। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের জালে পড়লেন ধরা।