ক্রিমিয়ায় ড্রোন হামলায় হতাহত ১৯
ইউক্রেনের ড্রোন হামলায় ক্রিমিয়ায় অন্তত তিন জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৬ জন। আজ সোমবার রাশিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ক্রেমলিন-সমর্থিত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ বলেন, ইউক্রেন ফোরোস শহরের রিসোর্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের হামলায় একটি স্যানেটোরিয়াম বা বিশেষায়িত হাসপাতাল ও একটি স্কুল ভবনের প্রাঙ্গণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আকসিওনভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ‘সর্বশেষ তথ্য অনুসারে জানা গেছে, ইউক্রেনের ড্রোন হামলায় তিন জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।’ তিনি আরও বলেন, উপকূলীয় শহর ইয়াল্টার কাছে ভূপাতিত ড্রোনের ভাঙ্গা অংশটি পড়ে সেখানে আগুন ধরে যায় বলে জানা গেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে। এই হামলায় দুই জন নিহত হয়েছে।
ইউক্রেন জানিয়েছে, রবিবার স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত মস্কো তাদের ভূখণ্ডে ৪৬টি বিমান হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
রাশিয়া ২০১৪ সালে একটি গণভোটের পর ক্রিমিয়াকে দেশটির অন্তর্ভুক্ত করে নেয়। পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওই পদক্ষেপের কঠোর বিরোধিতা করে। রাশিয়া চায় ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব এটিকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিক।
ইউক্রেনের বাহিনী প্রায়শই ভারী সুরক্ষিত এই অঞ্চলে হামলা চালায়। ইউক্রেনের লক্ষ্যবস্তুর মধ্যে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী একটি সেতুও রয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস