‘শহরে নাগিন আজমেরী হক এসেছে’
ছাত্র-জনতার গণ-আন্দোলনে শুরু থেকেই সরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নেমেছিলেন রাজপথেও। শিক্ষার্থীদের সঙ্গে একত্ব প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন সরব। ২৪-এর গণ-অভ্যুত্থানের পরও বাঁধনকে পাওয়া গেছে একজন প্রতিবাদী নারী হিসেবে। আর এ কারণে সামাজিক মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকারও হতে হচ্ছে এই অভিনেত্রীকে।
বিষয়টি নিয়ে এক ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন, ‘আমি জীবনের সবচেয়ে ভালো সময়গুলো কাটাচ্ছি (বিস্তারিত পরে বলব)। আমাকে গালি দেওয়ার শব্দভাণ্ডার আপগ্রেড হয়েছে- এখন নতুন শব্দ হলো “নাগিন”!’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
যোগ করে তিনি বলেন, ‘মানুষ আমাকে নানা নামে ডাকছেন। কিন্তু এই নামটা মনে হয় একদম নতুন। আর সত্যি বলতে নাগিন নামটি আমার খুব পছন্দ হয়েছে। সবাই রাস্তা খালি করেন, শহরে নাগিন আজমেরী হক এসেছে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট