বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
রাজধানীর বংশাল নাজিরা বাজার এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে আমিন হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আমিন হোসেন এক বেকারি দোকানের কর্মচারী ছিলেন। তিনি পিরোজপুর ভান্ডারিয়া থানার টেলি সানি গ্রামের বাদশা আকনের ছেলে। বর্তমান বিডিআর এক নম্বর গেট এলাকায় থাকতেন।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সজল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাজিরা বাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোড জামাই গলির সামনে বাইসাইকেল যোগে যাওয়ার সময় বৃষ্টিতে জমে থাকা পানিতে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন আমিন। হয়তো সেখানে কোনো ছেঁড়া তার পড়ে ছিল।পরে স্থানীয়রা বাঁশ দিয়ে পানির মধ্যে থেকে তাকে উদ্ধার করেন। সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে জানিয়ে এসআই সজল রায় বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
মৃতের দুলাভাই সুমন মিয়া বলেন, ‘আমিন পেশায় বেকারি দোকানের কর্মচারী ছিল। সকালে সাইকেলযোগে বেকারির মালামাল সাপ্লাই দিতে বের হয়েছিল সে। পরে বংশাল এলাকায় দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আমিন এক মাস আগে বিয়ে করেছিল। তার পরিবার গ্রামে থাকে বলেও জানান সুমন মিয়া।