পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

পিরোজপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬
শেয়ার :
পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে নজরুল ইসলাম খান, সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত, ১ম যুগ্ম আহ্বায়ক এলিজা জামান এবং অধ্যাপক আলমগীর হোসেনকে সদস্য করে চার সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

আহ্বায়ক নজরুল ইসলাম খান সাবেক পিরোজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক নাজিরপুর উপজেলার চেয়ারম্যান ছিলেন। সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাএ সংসদের সাবেক ভিপি ও সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ছাড়া ১ম যুগ্ম আহ্বায়ক এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং অধ্যাপক আলমগীর হোসেন সাবেক জেলা আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। 

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পরে গত ২ সেপ্টেম্বর পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলের পর ভোট গ্রহণ শেষে গণনার সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনায় নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছিল। তখন অভিযোগ ওঠে বিএনপি জেলা কমিটির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর নেতৃত্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন ও লাভলুর বড় ভাইয়ের ছেলে সাধারণ সম্পাদক প্রার্থী গাজী কামরুজ্জামান শুভ্র তাদের সমর্থিত কর্মীদের নিয়ে হট্টগোল বাধায়।  

এরই পরিপ্রেক্ষিতে ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন এবং সদস্যসচিব গাজী ওহিদুজ্জামান লাভলুর নেতৃত্বাধীন পিরোজপুর জেলা বিএনপির বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।