আবারও একসঙ্গে ডি ক্যাপ্রিও ও জেনিফার লরেন্স
নতুন সিনেমার জন্য জুটি বাঁধছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জেনিফার লরেন্স। বিশ্বখ্যাত পরিচালক মার্টিন স্কোরসেসের পরবর্তী সিনেমায় দেখা যাবে অস্কারজয়ী এই দুই তারকাকে।
এর আগে ২০২১ সালের সায়েন্স ফিকশন কমেডি ঘরানার ‘ডোন্ট লুক আপ’ ছবিতে কাজ করেছিলেন এই জুটি। তবে সেটি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। এবার বড় পর্দার জন্য নির্মিত সিনেমাতেই দেখা যাবে তাদের।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
জানা গেছে, বিখ্যাত ভূতের গল্পের উপন্যাস ‘হোয়াট হ্যাপেন্স অ্যাট নাইট’-এর ওপর ভিত্তি করে তৈরি হবে সিনেমাটি। আগামী বছরের জানুয়ারি মাস থেকে এর শুটিং শুরু হওয়ার কথা আছে। এই সিনেমার চিত্রনাট্য তৈরি করেছে স্টুডিওক্যানাল এবং প্রযোজনার দায়িত্বে অ্যাপল অরিজিনাল ফিল্মস।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এর আগে স্কোরসেস ও ডিক্যাপ্রিও আগে একসঙ্গে জুঁটি বেধেছিলেন বিখ্যাত সাইকোলজিকাল ফিল্ম ‘শাটার আইল্যান্ড’ -এ।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’