শাকিব খানকে বেছে নিলেন হানিয়া আমির

বিনোদন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮
শেয়ার :
শাকিব খানকে বেছে নিলেন হানিয়া আমির

প্রথমবারের মতো ঢাকায় এসেই হৈচৈ ফেলে দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। নানা ঘটনায় নিজেকে আলোচনায় রেখেছেন তিনি। গেল শনিবার সন্ধ্যায় আয়োজিত এক তারকাবহুল জমকালো অনুষ্ঠানে হাজির হন হানিয়া।

মঞ্চে উঠলে হানিয়াকে করা হয় চমকপ্রদ এক প্রশ্ন। পর্দায় ভেসে ওঠে ঢালিউডের শাকিব খান ও বলিউডের শাহরুখ খানের ছবি। উপস্থাপক জানতে চান- ‘দুজনের মধ্যে কাকে বেছে নেবেন?’

প্রশ্নটা পড়তেই দর্শক সারিতে নেমে আসে নিস্তব্ধতা, যেন সবাই অপেক্ষায় আছে হানিয়ার উত্তরের। মুহূর্তটিকে আরও রোমাঞ্চকর করে তুলতে হানিয়া প্রথমে দর্শকের দিকে তাকান, তারপর হেসে উত্তর দেন, ‘শাকিব খান।’

এ কথা বলতেই দর্শক সারি ফেটে পড়ে করতালি আর উল্লাসে। তবে হানিয়া সঙ্গে সঙ্গে ব্যাখ্যাও দেন, ‘আমার মনে হয়, আপনাদের শাকিব খানকেই বেশি ভালো লাগে।’

তবে নিজের ব্যক্তিগত পছন্দের তারকা কে- শাকিব না শাহরুখ, সেটা আড়ালেই রেখে দিলেন পাকিস্তানি এই তারকা। বাংলাদেশে বসে বেছে নিলেন শাকিব খানকে।