সিরিয়ায় ৫ অক্টোবর গঠিত হবে অন্তর্বর্তী সংসদ

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬
শেয়ার :
সিরিয়ায় ৫ অক্টোবর গঠিত হবে অন্তর্বর্তী সংসদ

সিরিয়ায় আগামী ৫ অক্টোবর অন্তর্বর্তী পার্লামেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে রোববার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে। এটি চলতি বছরের শুরুর দিকে ঘোষিত একটি সাংবিধানিক ঘোষণার অংশ।

গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার পর নতুন কর্তৃপক্ষ দেশটির পার্লামেন্ট (পিপলস অ্যাসেম্বলি) ভেঙে দেয়।

আসন্ন এই আইনসভা পাঁচ বছরের জন্য অন্তর্বর্তীকালীন পার্লামেন্ট হিসেবে কাজ করবে। এতে ২১০ জন আইনপ্রণেতা থাকবেন- যার মধ্যে ১৪০ জনকে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে স্থানীয় কমিটিগুলো মনোনীত করবে এবং বাকি ৭০ জনকে সরাসরি মনোনয়ন দেবেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ।

নির্বাচন কমিশন টেলিগ্রামে জানায়, ৫ অক্টোবর দেশটির বিভিন্ন প্রদেশের নির্বাচনী এলাকায় এ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। তবে সব প্রদেশ এতে অংশ নেবে কি না, তা স্পষ্ট করা হয়নি।

আগস্টের শেষ দিকে সরকার জানিয়েছিল, নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে সুইদা প্রদেশ এবং কুর্দি অধ্যুষিত রাক্কা ও হাসাকাহ প্রদেশে নির্বাচন বিলম্বিত হবে। জুলাই মাসে সুইদায় প্রাণঘাতী সংঘর্ষ ঘটে।

অন্তর্বর্তীকালীন পার্লামেন্ট গঠনের এই প্রক্রিয়া নিয়ে বিরোধীদল ও নাগরিক সমাজ সমালোচনা করেছে। তাদের অভিযোগ, রাষ্ট্রপতির হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হচ্ছে এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের যথেষ্ট প্রতিনিধিত্ব রাখা হয়নি।

গত মার্চে গৃহীত সাংবিধানিক ঘোষণায় বলা হয়, অন্তর্বর্তী পার্লামেন্টের মেয়াদ হবে ৩০ মাস, যা নবায়নযোগ্য। স্থায়ী সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এবং নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত এ পার্লামেন্ট কার্যকর থাকবে।