ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিতে ইসরায়েলের পাল্টা হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪
শেয়ার :
ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিতে ইসরায়েলের পাল্টা হুমকি

ইসরায়েলের সরকার ও বিরোধী দলীয় রাজনৈতিক নেতারা রোববার যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তারা এ পদক্ষেপকে সন্ত্রাসবাদের পুরস্কার এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মিত্ররা এ সিদ্ধান্তের জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন এবং ফিলিস্তিন রাষ্ট্রের ধারণার বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন। তার জোটের কয়েকজন নেতা প্রতিক্রিয়া হিসেবে পশ্চিম তীরকে সংযুক্ত করার দাবি তুলেছেন।

টাইমস অব ইসরায়েল সূত্রে জানা গেছে, বিরোধীদলীয় নেতারাও প্রধানমন্ত্রীর অবস্থানকে সমর্থন করেন, তবে তারা অভিযোগ করেন যে নেতানিয়াহু ‘কূটনৈতিক বিপর্যয়’ ঠেকাতে ব্যর্থ হয়েছেন।

অন্যদিকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডা রোববার তাদের ঘোষণায় যুক্তি দেখায় যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে গাজায় যুদ্ধে থাকা হামাসকে একঘরে করা সম্ভব হবে এবং ইসরায়েল-ফিলিস্তিনের দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় অগ্রগতি আসবে।

কিন্তু নেতানিয়াহু এক হিব্রু ভাষার ভিডিও বার্তায় বলেন, ‘৭ অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞের পর যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছেন, তারা আসলে সন্ত্রাসকে একটি বিশাল পুরস্কার দিচ্ছেন।’

তিনি আরও যোগ করেন, ‘এটি কখনোই ঘটবে না। জর্ডানের পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না।’

নেতানিয়াহু গর্ব করে বলেন, তার নেতৃত্বে ইসরায়েল ‘জুডিয়া ও সামারিয়ায় (পশ্চিম তীরের বাইবেলীয় নাম) ইহুদি বসতি দ্বিগুণ করেছে এবং এই পথেই চলতে থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভূমির কেন্দ্রে জোর করে একটি সন্ত্রাসী রাষ্ট্র চাপিয়ে দেওয়ার সাম্প্রতিক প্রচেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর দেব। অপেক্ষা করুন।’

উল্লেখ্য, নেতানিয়াহু এই সপ্তাহের শেষের দিকে জাতিসংঘে ভাষণ দিতে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।