চার্লি কার্ক ‘আমেরিকান হিরো’, স্মরণসভায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮
শেয়ার :
চার্লি কার্ক ‘আমেরিকান হিরো’, স্মরণসভায় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যারিজোনায় এক স্মরণসভায় রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে ‘আমেরিকান নায়ক’ এবং ‘শহীদ’ হিসেবে বর্ণনা করেছেন। ১০ সেপ্টেম্বর গুলিতে নিহত হওয়ার পর তার স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে হাজার হাজার শোকসন্তপ্ত মানুষ উপস্থিত ছিলেন।

ট্রাম্প ছিলেন অনুষ্ঠানের প্রধান বক্তা। এসময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও কার্কের রাজনৈতিক উত্তরাধিকারের প্রশংসা করেন।

স্টেট ফার্ম স্টেডিয়ামে উপস্থিত জনতার উদ্দেশে বলেন ট্রাম্প, ‘সে নিহত হয়েছে কারণ সে সাহসীভাবে বেঁচেছিল, স্পষ্টভাবে মত প্রকাশ করেছিল এবং দক্ষতার সঙ্গে যুক্তি দেখিয়েছিল।’

কার্কের স্ত্রী এরিকা আবেগঘন বক্তৃতায় জানান, তিনি তার স্বামীর হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন।

তিনি বলেন, ‘আমার স্বামী চার্লি তরুণদের বাঁচাতে চেয়েছিলেন, সেই তরুণকেও- যে তার জীবন নিয়েছে। আমি তাকে ক্ষমা করেছি কারণ খ্রিস্টও তাই করেছিলেন। ঘৃণার জবাব ঘৃণা নয়।’

স্মরণসভায় যোগ দিতে স্টেডিয়ামের বাইরে হাজারো মানুষ ঘণ্টার পর ঘণ্টা সারি বেঁধে দাঁড়িয়ে ছিলেন। অনেকে আগের রাতেই তাঁবু গেড়ে অবস্থান নেন জায়গা নিশ্চিত করতে। উপস্থিতদের অনেকের মাথায় ছিল ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ টুপি, ট্রাম্প ব্র্যান্ডের পোশাক এবং লাল-সাদা-নীল রঙের সাজ।

স্টেডিয়ামের ভেতরের পরিবেশ ছিল একপ্রকার রাজনৈতিক সমাবেশের মতো। খ্রিস্টান ব্যান্ডের গান ও সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে প্রায় এক লাখ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়।

বক্তাদের মধ্যে ছিলেন কার্কের সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ-এর সদস্যরা, রক্ষণশীল আন্দোলনের পরিচিত ব্যক্তিত্ব, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এবং যারা দাবি করেছেন যে, কার্কের কর্মসূচি ও খ্রিস্টান বিশ্বদৃষ্টিভঙ্গি তাদের জীবনে প্রভাব ফেলেছে।

পাঁচ ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে বক্তারা ৩১ বছর বয়সী কার্কের কর্মযজ্ঞ অব্যাহত রাখার আহ্বান জানান এবং তার গভীর ধর্মবিশ্বাসের ওপর জোর দেন। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিতর্ক চলাকালীন পাশের একটি ভবনের ছাদ থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন চার্লি কার্ক। তাকে বারবার ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়।