যাত্রাবাড়ীতে শিল পাটার আঘাতে বৃদ্ধা নারী খুন

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
যাত্রাবাড়ীতে শিল পাটার আঘাতে বৃদ্ধা নারী খুন


রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে একটি বাসায় হাসিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধাকে শিলপাটা দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঘাতক সাজেদুল হক সাজুকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে বৃদ্ধার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নিহতের ভাতিজা আশরাফ আলী জানান, হাসিনা বেগমের বাড়ি জামালপুর সদর উপজেলার জোয়ানেরপাড়া গ্রামে। থাকতেন ধলপুর ওয়াসা রোড সিটি পল্লীতে। তার স্বামী নুরুল ইসলাম ২০ বছর আগে মারা গেছেন। একমাত্র মেয়েকেও বিয়ে দিয়েছেন। ধলপুরের বাসায় হাসিনা বেগম একাই থাকতেন এবং বিভিন্ন বাসায় কাজ করতেন। একপর্যায়ে এলাকায় সাজেদুল হক সাজুর সঙ্গে তার ভালো সম্পর্ক তৈরি হয়। সাজু হাসিনা বেগমকে বাজার সদাই করে দিতেন এবং ওই বাসায় থাকতেন। গত শনিবার সকালে তিনি শিলপাটা দিয়ে হাসিনার মাথা ও শরীরে আঘাতে হত্যা করে বাইরে থেকে দরজা তালা লাগিয়ে বের হয়ে যান।

পরে আশপাশের লোকজন জানালা দিয়ে দেখতে পান ঘরের ভেতর হাসিনার রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। পরে সাজেদুলকে ধরে আনা হলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক সাজুকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাজেদুল একাই তাঁকে হত্যা করেছেন। তবে কেন এই হত্যা, তা এখনও জানা যায়নি।