ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার দাবি ৬০ ইসরায়েলি সংগঠনের
জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বা জানিয়েছে ৬০ টিরও বেশি ইসরায়েলি সংগঠন। শান্তির দাবি করা এই সংগঠনগুলো এই উদ্যোগ বাস্তবায়নে যৌথ ক্যাম্পেইন শুরু করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এই জোটের নাম ‘ইটস টাইম কোয়ালিশন’। এটি ইসরায়েলের সবচেয়ে বড় শান্তি আন্দোলন। এক ভিডিও বার্তায় তারা জানায়, এই মুহূর্তে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে, জিম্মিদের মুক্তি দিতে হবে এবং এই ঐতিহাসিক সুযোগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ভিডিও বার্তায় বলা হয়, ‘এটাই আমাদের ভাগ্য। আমরা সবসময় তরবারির জীবন চাই না। এই মুহূর্তে জাতিসংঘের সামনে ঐতিহাসিক সুযোগ এসেছে, যেখানে মৃত্যুফাঁদ থেকে জীবন ফিরে পাওয়া সম্ভব। বর্বর এই যুদ্ধ থেকে নিরাপদ ও স্বাধীন ভবিষ্যত তৈরি করার সুযোগ এসেছে। ’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
জোটের প্রতিনিধি রান ইয়ারন বলেন, ‘এই সংঘাতে ইসরায়েলিরা হতাশ। শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিকল্প নেই।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস