নওগাঁয় দ্বিতীয়বারের মতো নারী জেলা প্রশাসক নিয়োগ

নওগাঁ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৭
শেয়ার :
নওগাঁয় দ্বিতীয়বারের মতো নারী জেলা প্রশাসক নিয়োগ

নওগাঁ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মনিরা হক। তিনি নওগাঁ জেলার দ্বিতীয় নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। 

আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, মনিরা হক বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব (উন্নয়ন-৩) পদে কর্মরত ছিলেন। তাকে নওগাঁর ডিসি হিসেবে বদলি করা হয়েছে। তিনি ২৭ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। 

এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে নওগাঁর দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। তিনি ছিলেন ২৫ তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা। 

উল্লেখ্য, মনিরা হক নওগাঁয় যোগদান করলে তিনি হবেন নওগাঁ জেলার ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক। এর আগে ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এই জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সিলেটের বিভাগীয় কমিশনার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন।

প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নিয়োগের মাধ্যমে নওগাঁ জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও দৃষ্টান্ত স্থাপিত হবে।