সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ চালু

হবিগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১
শেয়ার :
সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ চালু

২ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ পুনরায় চালু হয়েছে।

আজ রবিবার সকাল ১১টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের অদূরে খোয়াই নদীর ব্রীজের উপর সিলেটগামী পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। এতে সিলেট রেল লাইনে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারি ষ্টেশন মাষ্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জানান, বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেনটিকে উদ্ধার করে দুপুর ২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

পারাবত ট্রেনের লোকোমাস্টার আবু জাফর সিদ্দিকী বলেন, ‘শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে গিয়ে খোয়াই নদী পাড় হওয়ার সময় চলন্ত অবস্থায় ইঞ্জিনে দ্রুটি দেখা দেয়। দুইটি ফিউজ জ্বলে যাওয়ায় ফ্যান ঘুরছে না। তাই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে ফিউজ পরিবর্তন করতে হবে।’