বল হাতে আগুনে সাকিব জেতালেন দলকে

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০
শেয়ার :
বল হাতে আগুনে সাকিব জেতালেন দলকে

যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে একের পর এক আগুনে পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আগের ম্যাচে ব্যাটে-বলে অনন্য ছিলেন। এবার ব্যাট হাতে আলো ছড়াতে না পারলেও বল যেন ছুড়েছেন আগুনের গোলা। 

সাকিবের অনবদ্য বোলিংয়ে তার দল আটলান্টা ফায়ার শনিবার বাল্টিমোর রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে। আগে ব্যাট করে বাল্টিমোর ১৯.৫ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৪ উইকেট ও ২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আটলান্টা।

বল হাতে ৩ উইকেট শিকার করেন সাকিব। তবে ব্যাট হাতে ৬ বলে মাত্র ১ রান করে বিদায় নেন তিনি। 

বাল্টিমোর প্রথম ৫ রানে ২ উইকেট হারালেও ওপেনার মুখতার আহমেদের ৩৩ বলে ৪ চার ও ৩ ছয়ে ৪৪, নেইল নার্ভেকারের ১৮ বলে ২১, ঋষি ধাওয়ানের ২৭ বলে ৩১ ও ঋষি রমেশের ১০ রানে ভর করে ১৩১ রান করতে পারে। ৩ উইকেট নেওয়ার দিনে ৪ ওভারে মাত্র ২৫ রান দেন সাকিব। ফিরিয়ে দেন মুখতার, নার্ভেকার ও ঋষি ধাওয়ানকে। এছাড়া সানি প্যাটেলও ৩ উইকেট শিকার করেন। এছাড়া ড্রাইসডেল ও আরিয়ান প্যাটেল ১টি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে সাকিব ব্যর্থ হলেও ওপেনার সাগর প্যাটেলের ২৩, ওয়ান ডাউনে নামা ঋষি পাণ্ডের ২০, পল পালমারে ২৬ রানে লক্ষ্য তাড়া করতে সক্ষম হয় আটলান্টা। তবে মূলত জয় আসে ছয়ে নামা জাহমার নেভিল হ্যামিল্টন ১৮ বলে ৪ চার ও ১ ছয়ে ২৮ রানের ইনিংস খেললে।