সুবর্ণচরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১টা থেকে আজ রবিবার দুপুর ১২টার মধ্যে পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো চরজুবিলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুজাহিদুল ইসলাম সুমনের ৩ বছরের ছেলে রাফাত, একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্য ব্যাগ্যা স্লুইসগেট এলাকার হেদায়েতুল হাসান আলীর ৩ বছরের ছেলে কেফায়েতুল হাসান সৌরভ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন এলাকার বাসিন্দা সারোয়ার হোসেনের দেড় বছরের ছেলে রানা।
পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্যমতে, মায়েরা গৃহস্থালি কাজে ব্যস্ত থাকার সময়ে শিশুরা বাড়ির আঙিনায় খেলার ছলে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর প্রতিবেশি ও স্বজনরা তাদের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলেও ৩ জনকেই আর বাঁচানো সম্ভব হয়নি।
চরজুবিলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, ‘অভিভাবকদের অমনোযোগিতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। অনেক পরিবার কৃষিকাজ ও অন্যান্য কাজে ব্যস্ত থাকায় শিশুদের প্রতি পর্যাপ্ত নজর দেওয়া হয় না। শিশুদের নিরাপত্তায় সচেতনতা ও নজরদারি বাড়ানো অত্যন্ত জরুরি।’
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, প্রায়ই পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। কেউ জীবিত অবস্থায় এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। কিন্তু অনেককেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এটি এখন এ অঞ্চলে এক ধরনের নীরব মহামারীতে রূপ নিচ্ছে।
চরজব্বার থানার ওসি শাহীন মিয়া বলেন, ‘শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা এ এলাকায় প্রায়ই শোনা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’