আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়াও

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪
শেয়ার :
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়াও

যুক্তরাজ্য ও পর্তুগালের পাশাপাশি আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়াও। ট্রাম্প প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। 

ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধ উপেক্ষা করে এই পদক্ষেপ নিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তিনি বলেন, ‘আমরা তাদের বলেছি স্বীকৃতির বিষয়টি সহায়ক হবে না। দেশের অভ্যন্তরীণ বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।’

তবে জেরুজালেমে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাস এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

এর আগে যুক্তরাজ্য ও পর্তুগাল রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ এক সপ্তাহব্যাপী অধিবেশনের আগে আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত নিতে প্রস্তুত।