আওয়ামী লীগ ধরলে ৫ হাজার টাকা পুরস্কারের বিষয়ে জানে না ডিএমপি
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়, ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আটক করলে প্রত্যেক পুলিশ সদস্যকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, এ ধরনের নির্দিষ্ট কোনো পুরস্কারের ঘোষণা তাদের জানা নেই। পুলিশ সদস্যরা ভালো কাজ করলে আইন অনুযায়ী তাদের উৎসাহিত করার বিধান রয়েছে এবং নিয়মিতভাবে তা করা হয়।
আজ রবিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ‘‘স্বাভাবিকভাবে আমাদের কোনো সদস্য ভালো কাজ করলে আমরা সেটি উৎসাহিত করি। আর্থিকভাবে পুরস্কৃত করার আইনগত প্রবিধান রয়েছে। তবে বিশেষভাবে ‘আওয়ামী লীগ ধরলে পুরস্কার’—এমন কোনো ঘোষণা আমার জানা নেই। তবে যে কোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার বিধান আমাদের রয়েছে। এটা আমরা আইনের ভেতরে থেকে নিয়মের মধ্যে করি।’
তিনি রাজধানীতে সিসিটিভি ক্যামেরার কার্যক্রম, মোহাম্মদপুরের তিন কর্মকর্তাকে প্রত্যাহার এবং হাতিরঝিলে রাত ৯টার পর চলাচল নিয়ে বিতর্কসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
ডিএমপি কর্মকর্তা জানান, বর্তমানে ডিএমপির নিজস্ব ক্যামেরা ৬০০টির বেশি এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনে সোসাইটি উদ্যোগে স্থাপিত প্রায় ১২০০ ক্যামেরা মিলে মোট ২ হাজারের বেশি সিসিটিভি সক্রিয় রয়েছে। এগুলো রাজধানীর নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?