বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত
বগুড়ায় বেপরোয়া গতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
গতকাল শনিবার রাত ১১টার দিকে শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতের নাম মো. বিজয়। সে বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং শহরের কামারগাড়ি এলাকার রেজাউলের ছেলে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, বিজয় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।