ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জাতিসংঘের ৮০তম সাধারণ সম্মেলনের সাইডলাইনে দুই নেতার বৈঠক হবে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্কিন প্রেসিডেন্ট অল্প কয়েকজন মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে বৈঠকে আলোচনা হবে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আগামীকাল শুরু হতে যাওয়া অধিবেশনে উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন শাহবাজ শরীফ। তার সঙ্গে থাকবেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দারও। জিও নিউজ জানায়, সাধারণ পরিষদের অধিনেবশনে শাহবাজ শরীফ অধিকৃত কাশ্মীর ও ফিলিস্তিনের স্বাধীকার নিয়ে আলোচনা করবেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস