ভুল থেকে শিক্ষা নিয়েছি: প্রভা
প্রথমবারের মতো একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। একটি হচ্ছে ঝুমুর আসমা জুঁইয়ের ‘দুই পয়সার মানুষ’। অন্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’। এটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। ইতিমধ্যেই অভিনেত্রী শেষ করেছেন দুটি সিনেমার প্রথম লটের কাজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা কথা বলেছেন সিনেমা ও ব্যক্তিজীবন নিয়ে। প্রথমবার সিনেমায় অভিনয়ের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘এই প্রথম নায়িকা নায়িকা একটা ফিল পাচ্ছি (হা হা হা)। কেউ মাথার ওপর ছাতা ধরছেন, কেউ আবার ডাব কেটে আনছেন। একটু পর পর পরিচালক এসে জিজ্ঞেস করছেন, কিছু লাগবে কি না! সত্যি বলতে, নাটক-বিজ্ঞাপনের ইউনিট তো চলচ্চিত্রের মতো এত বড় হয় না। “দুই পয়সার মানুষ” ছবির নির্মাতা একজন নারী- ঝুমুর আসমা জুঁই। তিনি আমাকে শুটিং সেটে খুব সমাদর করেন। আমিও তার ব্যবহারে দারুণ আপ্লুত। “দেনা পাওনা”র নির্মাতা প্রবীণ সাদেক সিদ্দিকী। তিনিও আমাকে যথেষ্ট আদর করেন। বলতে পারেন, চলচ্চিত্র করতে গিয়ে আলাদা অভিজ্ঞতা হচ্ছে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
দুই দশকের ক্যারিয়ার পার করার পর অভিনেত্রীর উপলব্ধি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আসলে স্টারডম দেখাতে পারি না। এটাকে আমার ব্যর্থতা বা সফলতা দুটিই বলতে পারেন। এইচএসসি পরীক্ষার শেষ দিন গিয়েছিলাম মেরিল বিউটি সোপের অডিশনে। পাস করলাম, বিজ্ঞাপনচিত্র তৈরি হলো, রাতারাতি জনপ্রিয়ও হয়ে গেলাম। সারা দেশে আমার পরিচিতি এলো। বৃহস্পতিবারের সংবাদপত্রগুলোতে বড় বড় ছবি ছাপা হতে থাকল। অথচ আমি যে প্রভা সেই প্রভাই রয়ে গেলাম। শুটিং ইউনিটে কাউকে বুঝে কষ্ট দিয়েছি এমন অপবাদ নেই। কারো শিডিউল ফাঁসানোর রেকর্ডও নেই। অনেক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়েছি, অনেক ক্ষেত্রে ভুল করেছি। তবে থেমে যাইনি, ভুল থেকে শিক্ষা নিয়েছি। আবার ঘুরে দাঁড়িয়েছি। বুকে ব্যথা লুকিয়ে মুখে হাসি রেখেছি। এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে। কৃতজ্ঞ থাকব সারা জীবন।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
নাটকে অভিনয় কমিয়ে দেওয়ার প্রসঙ্গে প্রভা বলেন, ‘একই গল্প, একই ধরনের চরিত্র। আর কত, বলেন! এখন থেকে বেছে বেছে কাজ করতে চাই। আর সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চাই ওটিটি প্ল্যাটফর্ম ও চলচ্চিত্রে। খুব ইচ্ছা আছে এ দুই মাধ্যমে কিছু ভালো কাজ করার।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’