৩ দিনের রাষ্ট্রীয় শোক, জুবিনকে শেষ শ্রদ্ধা

বিনোদন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪
শেয়ার :
৩ দিনের রাষ্ট্রীয় শোক, জুবিনকে শেষ শ্রদ্ধা

সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। সেখানে তিনি ২০ ও ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ৫২ বছর বয়সী এই শিল্পী দুর্ঘটনায় প্রাণ হারান।

নিজের ঘরের ছেলে জুবিন গার্গকে হারিয়ে কাঁদছে আসামের মানুষ। গতকাল শনিবার মধ্যরাতে ভারতে এসে পৌঁছেছে জুবিনের মরদেহবাহী বিমান। গতকাল থেকেই তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে আসাম রাজ্য সরকার। ইতিমধ্যেই দিল্লীতে পৌঁছে গেছে জুবিনের মরদেহ। সেখান থেকে বিমানে করে আসামের গুহাটি শহরের এসেছে গায়কের মরদেহ।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, সকল ভক্ত যেন প্রয়াত সংগীত কিংবদন্তি জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য সরকার ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে।

মুখ্যমন্ত্রী তার পোস্টে লিখেছেন, ‘আমাদের প্রিয় জুবিন-এর শুভানুধ্যায়ীরা রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সরুসজাই স্টেডিয়ামের অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া কমপ্লেক্সে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।’

যোগ আরও করে তিনি বলেন, ‘আমাদের সরকার নিশ্চিত করেছে যেন প্রত্যেকে শ্রদ্ধা জানানোর সুযোগ পান। অনুরোধ করছি, শৃঙ্খলা বজায় রেখে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করুন, যাতে আমরা আমাদের প্রিয় জুবিনকে যথাযথ মর্যাদায় বিদায় জানাতে পারি।’

এর আগে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়, সাংস্কৃতিক আইকন শ্রদ্ধেয় জুবিন গার্গের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আসাম সরকার। এই উপলক্ষে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এই সময়ে কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান, ভোজসভা বা আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করা হবে না। শ্রদ্ধার নিদর্শন হিসেবে ‘সেবা সপ্তাহ’র যেসব কর্মসূচি আনুষ্ঠানিকতা বা সুবিধা বিতরণের সঙ্গে যুক্ত, সেগুলো স্থগিত রাখা হয়েছে। তবে স্বাস্থ্য শিবির, যক্ষ্মা রোগীদের জন্য ‘নিক্ষয় মিত্র’ সহায়তা এবং বৃক্ষরোপণসহ সেবামূলক কার্যক্রমগুলো চলতে থাকবে।