দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মোহনলাল
ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মালয়ালম কিংবদন্তি অভিনেতা মোহনলাল। গতকাল শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। চার দশকেরও বেশি সময় ধরে সিনেমায় তার অসামান্য অবদানকে সম্মান জানাতেই এই স্বীকৃতি প্রদান করা হচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে এক টুইটে জানিয়েছে, দাদাসাহেব ফালকে পুরস্কার নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারত সরকার আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, শ্রী আর. মোহনলালকে মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হবে।
সেখানে আরও বলা হয়, মোহনলালের অসাধারণ অভিনয় যাত্রা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। ভারতীয় সিনেমায় তার উল্লেখযোগ্য অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা, পরিচালক এবং প্রযোজককে সম্মানিত করা হচ্ছে। তার বহুমুখী প্রতিভা এবং নিরলস পরিশ্রম ভারতীয় সিনেমার ইতিহাসে একটি সোনালি আদর্শ স্থাপন করেছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
খবরটি প্রকাশ্যে আসার পরই মোহনলালকে সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, ‘মোহনলাল প্রতিভা ও বহুমুখিতার প্রতীক। মালয়ালম চলচ্চিত্র ও মঞ্চের অগ্রণী মুখ। পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি সিনেমাতেও তার স্মরণীয় অবদানে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ হয়েছে।’
কৃতজ্ঞতা প্রকাশ করে মোহনলাল সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে আমি সত্যিই বিনীত। এই সম্মান একা আমার নয়, বরং সেই সকল মানুষের, যারা আমার যাত্রাপথে পাশে থেকেছেন। পরিবার, দর্শক, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা- তাদের ভালোবাসা, বিশ্বাস আর অনুপ্রেরণাই আমাকে আজকের আমি করে তুলেছে। এই স্বীকৃতি আমি পরম কৃতজ্ঞতা ও পূর্ণ হৃদয়ে ধারণ করছি।’
আরও পড়ুন:
ভারতে ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
জানা গেছে, আগামী ২৩ সেপ্টেম্বর, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অনুষ্ঠানে অভিনেতার হাতে এই সম্মাননা তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি।