হুঁশিয়ারি হামাসের /
হামলা চললে জিম্মিদের করুণ পরিণতি ভোগ করতে হবে
হামাসের সশস্ত্র শাখা গাজায় বাকি বন্দিদের শেষ ছবি প্রকাশ করেছে। তারা সতর্ক করেছে যে, ইসরায়েলের গাজা সিটি আক্রমণ বন্দিদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
ছবিগুলো প্রকাশের মাধ্যমে হামাস ১৯৮৬ সালে লেবাননে গিয়ে ধ্বংস হওয়া এক ইসরায়েলি পাইলট রন আরাদের ঘটনাকে স্মরণ করিয়েছে। আরাদ লেবাননের গৃহযুদ্ধের সময় নিখোঁজ হয়েছিলেন এবং তার অবশিষ্টাংশ এখনোও ফিরিয়ে দেওয়া হয়নি।
২০২৩ সালের অক্টোবর মাসে ফিলিস্তিনি সশস্ত্রদের হামলার সময় ২৫১ জনকে বন্দি করা হয়েছিল, এর মধ্যে বর্তমানে গাজায় ৪৭ জন বন্দি রয়েছে। ইসরায়েলি সামরিক সূত্রে বলা হয়েছে, এদের মধ্যে ২৫ জন মৃত।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
হামাসের এজেডদিন আল-কাসাম ব্রিগেডস টেলিগ্রাম চ্যানেলে বন্দিদের ৪৬টি ছবি প্রকাশ করেছে, প্রতিটিতে রন আরাদের নাম উল্লেখ করা হয়েছে। তারা বলেছে, ‘নেতানিয়াহুর জেদ এবং সেনা প্রধান জামিরের অনুগততার কারণে গাজায় অভিযান শুরু হওয়ার মুহূর্তেই বন্দিদের ‘বিদায়’ ছবি তোলা হয়েছিল।’
ইসরায়েল গত মঙ্গলবার গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে। হামলা থেকে বাঁচতে শহরের হাজার হাজার নাগরিক পালিয়ে গেছে। বন্দি পরিবারের সদস্যরা সরকারের কাছে আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছে, কারণ এটি তাদের প্রিয়জনদের জীবন ঝুঁকিতে ফেলতে পারে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইসরায়েলের বোমা হামলা ও স্থল অভিযান আরও জোরদার হলে বন্দিদের জীবন হুমকির মুখে পড়বে; তাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যেই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।
ফিলিস্তিনি সশস্ত্র এই গোষ্ঠী আরও দাবি করেছে, বন্দিদের অবরুদ্ধ গাজা সিটির বিভিন্ন পাড়ায় ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস