ন্যাটো অভিযানে যুক্তরাজ্যের বিমান, পোল্যান্ডের আকাশে নজরদারি
যুক্তরাজ্যের দুটি ফাইটার জেট পোল্যান্ডের আকাশে বিমান নজরদারি ও প্রতিরক্ষা অভিযান চালিয়েছে। এটি ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্ত শক্তিশালী করার অংশ হিসেবে পরিচালিত ‘ইস্টার্ন সেনট্রি’ অভিযানের একটি অংশ।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, লিংকনশায়ারের রয়্যাল এয়ার ফোর্স বেস থেকে উড়োজাহাজগুলো ওড়ে পোল্যান্ডের আকাশে টহল দিয়েছে। মন্ত্রণালয় বলেছে, এই অভিযান রাশিয়ার সম্ভাব্য আকাশিক হুমকি, ড্রোন-থেকে দেশকে রক্ষা ও দমন করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।
এই উদ্যোগ ন্যাটোর ‘ইস্টার্ন সেনট্রি’ পরিকল্পনার অংশ, যা রাশিয়ার সাম্প্রতিক সময়ে পোল্যান্ডের সার্বভৌম আকাশসীমা লঙ্ঘনের পর গৃহীত। ব্রিটেনের পাশাপাশি ডেনমার্ক, ফ্রান্স ও জার্মানির বিমান ও সামরিক সরঞ্জামও অভিযানে অংশ নিয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ব্রিটিশ মন্ত্রণালয় বলেছে, ‘ন্যাটোতে যুক্তরাজ্যের অঙ্গীকার অটল’ এবং শুক্রবারের অভিযান রাশিয়ার ড্রোনের দুঃসাহসী ও বিপজ্জনক আক্রমণের পর নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় উল্লেখ করেছে, এটি ইউক্রেনে রাশিয়ার অবৈধ পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সর্ববৃহৎ ন্যাটো আকাশসীমা লঙ্ঘন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস