ইউক্রেনে রাশিয়ার তীব্র বিমান হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২
শেয়ার :
ইউক্রেনে রাশিয়ার তীব্র বিমান হামলা, নিহত ৩

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় অন্তত তিনজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য দিয়েছেন।

শুক্রবার গভীর রাতে পরিচালিত এ হামলায় একাধিক অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালানো হয়েছে-এটি বেসামরিক জনগণকে আতঙ্কিত করা এবং অবকাঠামো ধ্বংস করার কৌশলের অংশ। দ্নিপ্রো শহরে একটি বহুতল আবাসিক ভবনে সরাসরি মিসাইল হামলার ঘটনাও ঘটে।

বিবিসি প্রকাশিত ভিডিও ও ছবি থেকে দেখা গেছে, দ্নিপ্রো শহরের একটি বহুতল ভবন ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া একযোগে ৬১৯টি ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছে। অন্যদিকে মস্কো বলছে, সুনির্দিষ্ট অস্ত্রের মাধ্যমে পরিচালিত এটি তাদের ‘বৃহৎ আঘাত’ ছিল, যার লক্ষ্য ছিল সামরিক-শিল্প কারখানা।

আলাদা আরেক ঘটনায়, রাশিয়ার সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন বলে দাবি করেছে মস্কো। সামারার গভর্নর ভিয়াচেসলাভ ফেদোরিশচেভ জানান, এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

ইউক্রেন বলছে, সামারার নোভোকুইবিশেভস্ক তেল শোধনাগার এবং পার্শ্ববর্তী সারাতভ অঞ্চলের আরেকটি শোধনাগারে তাদের ড্রোন হামলা চালানো হয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দ্নিপ্রোপেত্রোভস্ক, মাইকোলাইভ, চেরনিহিভ, জাপোরিঝিয়া, পোলতাভা, কিয়েভ, ওডেসা, সুমি ও খারকিভ অঞ্চলে হামলা হয়েছে। এ হামলায় আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।