ইসরায়েলি হামলায় গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ, নিহত ৯১

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২
শেয়ার :
ইসরায়েলি হামলায় গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ, নিহত ৯১

গাজা উপত্যকায় ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বোমা হামলায় এখন পর্যন্ত অন্তত ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটি এলাকাতেই নিহত হয়েছেন অন্তত ৭৬ জন।

গাজার বিভিন্ন হাসপাতালের চিকিৎসা সূত্রে জানা গেছে, ইসরায়েলি সেনারা গত কয়েক সপ্তাহ ধরে গাজা সিটির পুরো জনগণকে জোরপূর্বক উৎখাতের চেষ্টা চালাচ্ছে। এই সময়ে শহরের তুফাহ পাড়ায় ড্রোন হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। পশ্চিম গাজার শাতি ক্যাম্পে এক হামলায় দুই শিশুসহ অন্তত পাঁচজন প্রাণ হারান।

ইসরায়েলি সেনাদের হিসেবে, শুধু গত দুই সপ্তাহে গাজা সিটির অন্তত ২০টি উঁচু ভবন ধ্বংস করা হয়েছে। 

গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, আগস্টে ইসরায়েলের দখল ও দমন অভিযান ঘোষণার পর থেকে শহরের প্রায় অর্ধেক জনগণ-অর্থাৎ প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ-বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।

আল জাজিরার প্রতিবেদক হিন্দ খৌদারি জানান, ইসরায়েলি বাহিনী উৎখাতের পর পালিয়ে যাওয়া লোকজনের ওপর হামলা চালাচ্ছে।

তিনি বলেন, ‘ইসরায়েলি সেনারা কোয়াডকপ্টার দিয়ে পালানো মানুষদের হত্যা করছে। এসব রোবট বিস্ফোরিত হওয়ার সময় স্থানীয়রা মনে করছে যেন ভূমিকম্প হচ্ছে।’

এদিকে, হামাস শনিবার ৪৮ জন ইসরায়েলি বন্দির একটি ‘শেষ ছবি’ প্রকাশ করেছে বলে জানিয়েছে।

হামাস বারবার সতর্ক করে আসছে যে, ইসরায়েলের বোমা হামলা ও স্থল অভিযান আরও জোরদার হলে বন্দিদের জীবন হুমকির মুখে পড়বে; তাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যেই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

ফিলিস্তিনি সশস্ত্র এই গোষ্ঠী আরও দাবি করেছে, বন্দিদের অবরুদ্ধ গাজা সিটির বিভিন্ন পাড়ায় ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে।