ভাবনার প্রশ্ন, ‘ঘৃণাটা আসে কোথা থেকে’
জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। নাটক ও সিনেমা এই দুই মাধ্যমেই তিনি পরিচিত। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি।
সম্প্রতি এক পোস্ট আশনা হাবিব ভাবনা জানান যে, ‘দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা।’
পোস্ট তিনি লিখেছেন, ‘আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করি। এমনকি আমার নিজের ফেসবুক পেজ থেকেও। ছেলেদের চেয়ে মেয়েদের অনেক বেশি ঘৃণা আসে। বিশেষ করে কোনো অভিনেত্রী বা বিখ্যাত নারীকে নিয়ে। এই ঘৃণাটা আসে কোথা থেকে? হিংসা থেকে, জীবনে কিছু করতে না পারা থেকে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও লেখেন, ইশ এরা যদি নিজেদের জীবনে কিছু করত তাহলে হয়ত মনটা একটু পরিষ্কার হতো। ওদের দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রসঙ্গত, ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন। তিনি ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন।