ফিলিস্তিন রাষ্ট্রকে আজ স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন শুরুর একদিন আগে এই স্বীকৃতি দিচ্ছে তারা। ফ্রান্স, যুক্তরাজ্যসহ আরও নয়টি দেশ কদিনের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। খবর আল জাজিরার।
এক বিবৃতিতে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার তাদের সিদ্ধান্তের কথা জানায়। মন্ত্রণালয়টি তাদের ওয়েবসাইটে লিখেছেÑ ‘পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে, পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা রবিবার, ২১ সেপ্টেম্বর, আগামী সপ্তাহের উচ্চ-পর্যায়ের সম্মেলনের আগে দেওয়া হবে।’ পর্তুগালের স্থানীয় সংবাদপত্র অনুসারে দেশটির মধ্য-ডানপন্থি প্রধানমন্ত্রী লুইস মন্টেগ্রো এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রেসিডেন্ট ও সংসদের সঙ্গে পরামর্শ করেছেন। ২০১১ সালে দেশটির বামপন্থি রাজনৈতিক দল ‘লেফট ব্লক’ এই প্রস্তাব প্রথম উত্থাপন করার পর থেকে পশ্চিমা এই ইউরোপীয় দেশটির সংসদে প্রায় ১৫ বছর ধরে চলা বিতর্কের অবসান ঘটল।
পর্তুগালের এই ঘোষণা জাতিসংঘের একটি যুগান্তকারী তদন্তের কয়েক দিন পর এসেছে, যেখানে ইসরায়েলের গাজায় যুদ্ধকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও এক লাখ ৬৫ হাজারের বেশি মানুষ। হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। পর্তুগাল সরকার প্রথমে জুলাই মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইচ্ছার কথা ঘোষণা করেছিল, যেখানে তারা মানবিক সংকটের পাশাপাশি ফিলিস্তিনি ভূমিকে ইসরায়েলের বারবার দখল করার হুমকির কথা উল্লেখ করেছিল।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের এক উপদেষ্টা বলেছেন, ফ্রান্সের পাশাপাশি আন্দোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও সান মারিনো সোমবার নিউইয়র্কে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে। কানাডা ও যুক্তরাজ্যও একই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।
এ বছরের এপ্রিল পর্যন্ত প্রায় ১৪৭টি দেশ, যা জাতিসংঘের মোট সদস্য দেশের ৭৫ শতাংশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দেশগুলো এখন তাদের সঙ্গে যোগ দেবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য দেশগুলোর কঠোর সমালোচনা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফ্রান্সের সিদ্ধান্তকে একটি ‘বেপরোয়া সিদ্ধান্ত’ হিসেবে বর্ণনা করেছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গত বছর সতর্ক করে বলেছিলেন, প্রতিটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে অধিকৃত পশ্চিম তীরে একটি করে নতুন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপন করা হবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস