প্রকাশ্যে ট্রেলার, পূজায় মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’ (ভিডিও)

বিনোদন প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৬
শেয়ার :
প্রকাশ্যে ট্রেলার, পূজায় মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’ (ভিডিও)
ছবি : আমাদের সময়

অবশেষে ট্রেলার উন্মোচনের মাধ্যমে আসন্ন পূজা উৎসব উপলক্ষে ৩ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’। চলচ্চিত্রটি ইতোমধ্যেই আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে।

সিনেমাটির ট্রেলার প্রকাশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ শনিবার আনুষ্ঠানিক ভাবে জানানো হয়। এ সময় অনুষ্ঠানে সিনেমাটির অভিনয়শিল্পী, সাংবাদিক ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

নাসিম সাহনিক বলেন, ‘আমার সিনেমার গল্পই হচ্ছে প্রধান শক্তি। সিনেমার প্রতিটি শিল্পী নিজ নিজ অবস্থান থেকে সেরাটা দেওয়া চেষ্টা করেছেন। গল্প ও তাদের অভিনয়- দুটো মিলেই কিন্তু আমার শক্তির জায়গাটা তৈরি হয়েছে। তাই আমি আশাবাদী এটি দেখতে দর্শকরা হলে যাবেন। বাকিটা সিনেমা মুক্তির পর বোঝা যাবে।’

তিনি আরও বলেন, ‘কয়েকদিনের মধ্যেই আমরা এটি নিয়ে প্রচারণায় নামব। আর প্রচারণা নিয়েও আমাদের বড় পরিকল্পনা আছে। দর্শকদের বলতে চাই- শুধু আমার সিনেমাই নয়, সবার সিনেমা দেখতে হলে আসুন। কারণ একজন পরিচালক অনেক কষ্ট করে তার সিনেমাটি অনেক কষ্ট করে নির্মাণ করেন।’

‘ব্যাচেলর ইন ট্রিপ’ একটি ট্রাভেল স্টোরি। সাথে রয়েছে রোমান্টিক এবং কমেডি উপাদান। করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যায়।

চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি। জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

আম্মাজান ফিল্মস’র প্রযোজনায় ‘ব্যাচেলর ইন ট্রিপ’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, শান্তা পল, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক প্রমুখ।