অস্কারের জন্য সিনেমা /

পাঁচের মধ্যে মেহজাবীনের দুই

বিনোদন প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
পাঁচের মধ্যে মেহজাবীনের দুই

চলচ্চিত্রে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। এ বছর বসবে এর ৯৮তম আসর। সেখানে থাকবে বাংলাদেশেরও অংশগ্রহণ। এবার অস্কারে অংশ নিতে বাংলাদেশের পক্ষ থেকে জমা পড়েছে পাঁচটি সিনেমা। এর মধ্য থেকে একটি চলচ্চিত্র বাছাই করা হবে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য। জমা পড়া চলচ্চিত্রগুলো হলোÑ ‘নকশিকাঁথার জমিন’, ‘সাবা’, ‘প্রিয় মালতী’, ‘বাড়ির নাম শাহানা’ এবং ‘ময়না’ সিনেমা। এই পাঁচ সিনেমার মধ্যে দুটিতেই অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

সাবা : মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা এটি। এক মেয়ের জীবন-সংগ্রামের গল্প নিয়ে সিনেমা ‘সাবা’। সিনেমাটি নির্মাণ করেছেন মাকসুদ হোসাইন। সিনেমার গল্পে বাবা নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে শুরু হয় সাবার সংগ্রাম, যা পর্দায় জীবন্তভাবে তুলে ধরা হয়েছে। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর বাংলাদেশে এটি মুক্তি পাচ্ছে চলতি মাসের ২৬ তারিখ। মেহজাবীন জানিয়েছেন, ‘২৬ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তিনি আরও লিখেনÑ এটি একটি বিশেষ সিনেমা, আপনার মাকে সঙ্গে নিয়ে আসুন, এ গল্প তার জন্যও।’ এতে আরও অভিনয় করেছেনÑ রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার প্রমুখ।

প্রিয় মালতী : শঙ্খ দাসগুপ্ত পরিচালিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে নাদের চৌধুরী, আজাদ আবুল কালামসহ আরও অনেকে অভিনয় করেছেন। এক নারীর সংগ্রামকে ঘিরে এই ছবির গল্প। গত বছরের ২০ ডিসেম্বর নির্মাতা শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছে মেহজাবীন চৌধুরীর। এর আগে ছবিটি ৪৫তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইন্ডিয়ায় ছবিটি প্রদর্শিত হয়।

নকশিকাঁথার জমিন : জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি এটি। সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান। মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোনÑ রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তুলে ধরা হয়েছে নকশিকাঁথার জমিনে। সিনেমাটি এর আগে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়। আরও অভিনয় করেছেন- ইরেশ যাকের, রওনক হাসান ও সেঁওতি।

বাড়ির নাম শাহানা : লীসা গাজী পরিচালিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে এক নারীর বাঁচার লড়াই নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

ময়না : রাজ রিপা অভিনীত এ ছবিটি নির্মাণ করেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ। এতে আরও রয়েছেন মোমেনা চৌধুরী, সুব্রত, সুচনা, নাদের চৌধুরীসহ অনেকে।