ইসলাম বিক্রির রাজনীতি মেনে নেবে না বিএনপি: আমিনুল হক

অনলাইন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫, ২০:২১
শেয়ার :
ইসলাম বিক্রির রাজনীতি মেনে নেবে না বিএনপি: আমিনুল হক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণের উদ্দেশে বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

আজ শনিবার বিকেলে রাজধানীর পল্লবী থানার ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, ‘বর্তমানে কিছু রাজনৈতিক দল ইসলামকে বিক্রি করছে, আবার কেউ ইসলামকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এমন একটি ভিডিও দেখেছি, যেখানে বোরখা পরিহিত কিছু নারী রাতের অন্ধকারে ভোট চাওয়ার নামে মানুষের বাসায় প্রবেশ করে তাদের অজ্ঞান করে সর্বস্ব লুট করেছে। এটি নিছক ডাকাতি ছাড়া আর কিছুই নয়। ইসলামকে ব্যবহার করে এ ধরনের প্রতারণা ও অপপ্রচার আমরা কখনোই মেনে নেব না।’

৩১ দফার বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মপরিকল্পনা দেশের ভবিষ্যতের রূপরেখা। এই বার্তা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মানুষের সাথে বসুন, তাদের সমস্যার কথা শুনুন, এবং বুঝান কেন ধানের শীষে ভোট দেওয়া উচিত। ধানের শীষে ভোট দিলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে।’

দিনের আলোয় বিএনপি রাজনীতি করে জানিয়ে তিনি বলেন, ‘আপনারা গত ১৭ বছর মামলা-হামলা ও নির্যাতন সহ্য করেছেন। আজ ২০২৪ সালের ৫ আগস্টের পর মুক্ত হাওয়ায় হাঁটতে পারছেন, মত প্রকাশ করতে পারছেন—এটাই আপনারা অর্জন করেছেন। এই অর্জনকে কাজে লাগাতে হবে দেশের মানুষকে একত্রিত করার জন্য।’

আমিনুল হক বলেন, ‘বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে। আমরা দৃশ্যমান রাজনীতি করি, দিনের আলোয় রাজনীতি করি। যারা রাতের অন্ধকারে রাজনীতি করে তারা নিজেদের স্বার্থে করে, জনগণের কল্যাণে নয়।’

লিফলেট নয়, দরজায় দরজায় আস্থা তৈরির ডাকের শ্লোগান দিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, ‘শুধু লিফলেট বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না। মানুষের সাথে সরাসরি কথা বলে তাদের আস্থা অর্জন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ধানের শীষে ভোট দিলে ইসলামী মূল্যবোধ রক্ষা পাবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এবং মানুষ স্বাধীনভাবে ও নিরাপদে বসবাস করতে পারবে।’

মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি জ্যেষ্ঠ সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মো. আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মো. শাহ আলম, মাহবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ, সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি রুনা লায়লা, শ্রমিক দল মহানগর উত্তরের সদস্যসচিব কামরুল জামান, মহানগর উত্তর বিএনপির নির্বাহী সদস্য মোতালেব হোসেন রতন, রেজাউল রহমান ফাহিম, হাফিজুল হাসান শুভ্র, শামীম পারভেজ, নাসির উদ্দিন, নুরুল হুদা ভূঁইয়া নূরু, এমএস আহমাদ আলী, রফিকুল ইসলাম খানসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল নেতারা।