গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৩
শেয়ার :
গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা

সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া লিডারবস্তি গ্রামে স্বামী কর্তৃক স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

আজ শনিবার দুপুর ২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে স্বামী আলী আহমদ (৩৫) বাইরে থেকে এসে খাটে শুয়ে থাকা স্ত্রী রুবেনা বেগমকে (২৭) এলোপাতাড়ি কোপাতে থাকেন। তিন সন্তানের জননী রুবেনা ঘটনাস্থলেই প্রাণ হারান। পরবর্তীতে দা দিয়ে নিজেও নিজেকে আঘাত করার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দিয়ে তাকে আটক করেন। 

ঘটনার সময় আলী আহমদের মানসিক অসুস্থতা এবং মাদকাসক্তি ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, স্থানীয়রা আলী আহমদকে আটক করে রাখার পর গোয়াইনঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

পুলিশ জানায়, আলী আহমদও মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আর মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।