জুবিন গার্গের মৃত্যুর বিষয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৬
শেয়ার :
জুবিন গার্গের মৃত্যুর বিষয়ে যা জানা গেল
ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল ৫২ বছর।

তার এই আকস্মিক মৃত্যুতে ভক্ত-অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত জটিলতায় তার মৃত্যু হয়।

২০ এবং ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ তার গান গাওয়ার কথা ছিল। কিন্তু তার একদিন আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। জুবিন গার্গকে স্কুবা ডাইভিংয়ের পর শ্বাসকষ্ট নিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

অনেকে দাবি করছেন, ভিডিওতে দেখা ব্যক্তিটি জুবিন গার্গ। ভিডিওতে তাকে লাইফ জ্যাকেট পরে একটি নৌকা থেকে পানিতে ঝাঁপ দিতে দেখা যায়।

কিছুক্ষণ সাঁতার কাটার পর তিনি লাইফ জ্যাকেট খুলে আবার পানিতে ঝাঁপ দেন। যদিও এই ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

জুবিন গার্গের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, ‘আসামের জন্য এটা এক অপূরণীয় ক্ষতি। জুবিন আমাদের কাছে কী ছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করা অসম্ভব।”

গায়কের মরদেহ শনিবার গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে রাখা হবে। সেখানে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর রোববার তার শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রসঙ্গত, জুবিন গার্গ ভারতের আসামি, বাংলা ও হিন্দি গানে সমান জনপ্রিয় ছিলেন। তবে বলিউডের ‘গ্যাংস্টার’ (২০০৬) ছবির ‘ইয়া আলি’ গানটির জন্যই তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান। প্রীতমের সংগীতায়োজনে ও সাঈদ কাদরির কথায় গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।