ইউরোপের একাধিক বিমানবন্দরে সাইবার হামলা, বাতিল বহু ফ্লাইট
চেক-ইন এবং বোর্ডিং সিস্টেম সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ওপর সাইবার আক্রমণের ফলে ইউরোপের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর লন্ডনের হিথ্রোসহ বেশ কয়েকটি প্রধান ইউরোপীয় বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে আজ শনিবার বহু ফ্লাইট বিলম্ব এবং বাতিল হয়েছে। খবর রয়টার্সের।
যাত্রা বিলম্বের বিষয়ে সতর্ক করে দিয়ে হিথ্রো বিমানবন্দর জানিয়েছে, বিশ্বব্যাপী বিমানবন্দরগুলোতে বেশ কয়েকটি বিমান সংস্থার সিস্টেম সরবরাহকারী ‘কলিন্স অ্যারোস্পেস’ একটি প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছে। এ কারনে বিলম্ব হচ্ছে যাত্রা। এই সাইবার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাসেলস বিমানবন্দর এবং বার্লিন বিমানবন্দরও। পৃথক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে তারা।
কলিন্স অ্যারোস্পেসের মূল সংস্থা জানিয়েছে, তারা কয়েকটি বিমানবন্দরে তাদের সফটওয়্যারে সাইবার হামলা সম্পর্কে সচেতন আছে। যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধানের জন্য কাজ করছে সংস্থাটি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ব্রাসেলস বিমানবন্দর তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই হামলার ফলে স্বয়ংক্রিয় সিস্টেমগুলি অকার্যকর হয়ে পড়েছে, শুধুমাত্র ম্যানুয়াল চেক-ইন এবং বোর্ডিং পদ্ধতিই এখন সম্ভব। গতকাল শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে।
বিবৃতিতে বলা হয়েছে, এটি (সাইবার হামলা) ফ্লাইটের সময়সূচির ওপর একটি বড় প্রভাব ফেলেছে এবং দুর্ভাগ্যবশত তাতে ফ্লাইট বিলম্ব এবং বাতিলের কারণ হবে... যারা এই সেবাটি দেয় তারা সক্রিয়ভাবে সমস্যাটি নিয়ে কাজ করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধান করার চেষ্টা করছে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
বার্লিন বিমানবন্দর তাদের ওয়েবসাইটে একটি ব্যানারে বলেছে, ‘কারিগরি এই সমস্যার কারণে চেক-ইন করার সময় অপেক্ষাকৃত বেশি লাগছে। আমরা দ্রুত সমাধানের জন্য কাজ করছি।’