এক দশক পর ব্যান্ড সিক্স
‘নেসক্যাফে গেট সেট রক’র মঞ্চে চ্যাম্পিয়ন হয়ে ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ব্যান্ডদল ‘সিক্স’। প্রতিযোগিতায় শুরুতে অংশ নিয়েছিলেন ১০ হাজার মিউজিশিয়ান। ক্যাম্পে সুযোগ পান ১৬৮ জন, যাদের লটারির মাধ্যমে ৬ জন করে ২৮টি ব্যান্ডে ভাগ করা হয়। একে একে কয়েক ধাপ অতিক্রম করে শেষ পর্যন্ত ‘সিক্স’ উঠে আসে সবার শীর্ষে।
চ্যাম্পিয়ন হওয়ার পরপর ২০১৩ সালের মার্চে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম ‘এইতো সময়’। মাত্র পাঁচটি গান নিয়েই এই অ্যালবাম শ্রোতাদের কাছে ব্যান্ডটির অবস্থান দৃঢ় করে। তবে মাত্র দুই বছর- ২০১৫ সালে একটি বেসরকারি টেলিভিশনে শেষবারের মতো মঞ্চে ওঠার পর ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততায় বিরতিতে চলে যায় ব্যান্ডটি।
দীর্ঘ এক দশক পর নীরবতা ভেঙে আবারও ফিরেছে তারা। চলতি মাসের ১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তাদের নতুন গান ‘এইতো সময় ২’। প্রথম অ্যালবামের টাইটেল ট্র্যাকের সিকুয়েল। এটি তাদের দ্বিতীয় অ্যালবামের প্রথম গান। অ্যালবামটিতে মোট আটটি গান থাকবে, যা পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে সিক্স।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ব্যান্ডটির বেজিস্ট রাকিবুল আজম জানান, চারটি করে দুই কিস্তিতে গানগুলো প্রকাশ হবে। প্রথম গান ইতিমধ্যেই এসেছে, ডিসেম্বর মাসে আসছে পরের তিনটি। আগামী বছরের ভালোবাসা দিবসে আরেকটি, মে মাসে চতুর্থ গান এবং বছরের শেষে একসঙ্গে চারটি গান প্রকাশ করবে তারা।
তার ভাষায়, ‘এখন তো আর অ্যালবামের চল নেই, সিঙ্গেল ট্র্যাকের যুগ। তাই ধাপে ধাপে গান বের করাই আমাদের পরিকল্পনা।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বিরতির পর ফেরা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আশা করি, আগের মতোই শ্রোতারা আমাদের ভালোবাসবেন।’
শুরুর ছয় সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও এবার পাঁচজনের লাইনআপে ফিরেছে সিক্স। দুই ভোকালের মধ্যে একজন আর ফিরছেন না, তবে ব্যান্ডটির নাম পরিবর্তন হচ্ছে না।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
বর্তমানে ব্যান্ডটির সদস্যরা হলেন- রাকিবুল রোমান্স (বেজ), গোলাম রাব্বি সোহাগ (কিবোর্ড), রেজোয়ান আশরাফ (গিটার), পাবলো পিকাসো (ভোকাল) ও আরিফ শিশির (ড্রামস)।