ফারিয়া তুমি জিতেছ: পিয়া
ফের বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গতকাল শুক্রবার রাতে হঠাৎ করেই বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। পরে গণমাধ্যমে নিশ্চিত করেন তিনি। ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেন থেকে শুরু শবনমের কাছের মানুষেরা তাকে অভিনন্দন জানিয়েছেন। মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এক পোস্টে ফারিয়াতে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ফারিয়া তুমি সত্যিই জিতেছ তানজিমকে পেয়ে।’
ফারিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বিবাহিত জীবনে স্বাগতম, ফারিয়া ও তানজিম। গত কয়েক মাসে আমি দেখেছি, তানজিম ফারিয়ার প্রতি কী সম্মান দেখায়। তার ব্যাগ বা ওড়না কোনো দ্বিধা ছাড়াই বহন করে, যখনই প্রয়োজন হয় তখনই পাশে থাকে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও লেখেন, ‘আমার কাছে ভালোবাসা মানে হলো সম্মান, আর ফারিয়া, তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে। তোমাদের দু’জনের জীবনে থাকুক অফুরন্ত ভালোবাসা, হাসি আর সুখের মুহূর্ত।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে বেশ ধুমধাম করে বিয়ে করেছিলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বিয়ের পর বেশ ভালোই যাচ্ছিল তাদের জীবনের নতুন অধ্যায়। তবে বিয়ের কিছু দিন যেতেই গুঞ্জন ছিল শবনম ফারিয়া ও হারুন অর রশীদ অপুর বিবাহ জীবন ভালো যাচ্ছে না।
আনন্দ-উল্লাসে দাম্পত্য জীবন শুরু করেছিলেন বটে। কিন্তু তা টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর বিচ্ছেদ এবং একে-অপরের বিরুদ্ধে নানান অভিযোগ।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’