ব্যবসায়ীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩
শেয়ার :
ব্যবসায়ীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামের লোহাগাড়ায় পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় লাবলু নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ শনিবার ভোরে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাঈনুদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর সকালে আধুনগর ঘাটিয়ারপাড়া এলাকায় সীমানা নিয়ে বিরোধের জেরে শাহ আলমকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে লাবলু। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। আট দিন পর পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত শাহ আলম একজন ব্যবসায়ী ছিলেন। এমন হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত লাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলার প্রধান আসামি হিসেবে তাকে গ্রেপ্তারের পর আজ শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’