কঙ্গনাকে কটাক্ষ স্বরার স্বামী ফাহাদের
উত্তরাখণ্ডের মান্ডির সংসদ সদস্য বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ও স্বরা ভাস্করের মধ্যে বাগযুদ্ধ লেগেই থাকে। তারা সবসময় বাগযুদ্ধে জড়ালেও এ সংঘাত আক্রমণাত্মক নয়, বন্ধুত্বপূর্ণ। তবে এবার কঙ্গনাকে খোঁচা দিলেন স্বরার স্বামী ফাহাদ আহমেদ। আবার দুই ‘স্পষ্টবাদী’ অভিনেত্রীর মধ্যে বচসা বাধতে পারে বলে সিঁদুরে মেঘ দেখছেন তাদের ভক্ত-অনুরাগীরা।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে জানা যায়, সম্প্রতি স্বরা ও ফাহাদ একসঙ্গে একটি সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন। সেখানে কঙ্গনাকে একটি ‘তকমা’ দিতে বলা হয় তাদের। সেই অনুষ্ঠানে সঙ্গে সঙ্গে ফাহাদ বলেন, আমি ওকে খারাপ রাজনীতিবিদ বলব। বন্যা বিধ্বস্ত মান্ডি কেন্দ্রের জন্যই এটি বলছি। এ কেন্দ্রের সংসদ সদস্য হয়েও তিনি প্রায়ই বলেন— 'আমি আর কী করব! আমি তো প্রধানমন্ত্রী নই, মন্ত্রীও নই। প্রতিনিধি হিসেবে আমি সরকারের সঙ্গে কথা বলতে পারি মাত্র।'
সংসদ সদস্য হিসেবে নিজের কেন্দ্রের জন্য তো লড়াই করতে হবে নাকি, বলেন ফাহাদ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
কঙ্গনা রানাউতের সঙ্গে নানা বিষয়ে বচসা হলেও তার প্রশংসাই করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি বলেন, কঙ্গনা কখনো হার মানতে শেখেনি। স্বরা বলেন, ওর জীবনের যাত্রাপথের কিছু বিষয় সত্যিই অনুপ্রাণিত হওয়ার মতো। ও কখনো হার মানতে শেখেনি।
স্বরা ও ফাহাদের ভিন্নধর্মী বিয়ে নিয়ে নিন্দুকেরা কটাক্ষ করেছিলেন। কিন্তু সেই সময় প্রশংসা করেছিলেন কঙ্গনা রানাউত। সেই কথা মনে করে ফাহাদ বলেন, কঙ্গনা বলেছিলেন— আমাদের দুজনের রসায়ন দেখে খুব ভালো লাগে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এর আগে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে উত্তরাখণ্ডের মান্ডি কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাই মান্ডি কেন্দ্রের বিধ্বস্ত অবস্থা দেখে ফাহাদ বলেন, তিনি ভালো অভিনেত্রী হতে পারেন। কিন্তু ভালো রাজনীতিবিদ নন। তবে ফাহাদের কথায় সম্মতি জানাননি স্ত্রী স্বরা ভাস্কর।
উল্লেখ্য, স্বরা ও কঙ্গনা একসঙ্গে দুটি সিনেমা ‘তনু ওয়েডস মনু’ এবং ‘তনু ওয়েডস মনু রিটারেন্দ্রবিন্দুতে ছিলো।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’