ব্যাটে-বলে অভিষেক দারুণ হলো সাকিবের

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১
শেয়ার :
ব্যাটে-বলে অভিষেক দারুণ হলো সাকিবের

যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে সাকিব আল হাসানের অভিষেকটা হলো ঝলমলে। ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ২৭ রান, আর বল হাতে ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে শিকার ২ উইকেট—সব মিলিয়ে দারুণ এক পারফরম্যান্স উপহার দিলেন তিনি।

শুক্রবার রাতে মরিসভিল র‌্যাপ্টর্সের বিপক্ষে আটালান্টা ফায়ারের হয়ে মাঠে নামেন সাকিব। প্রথমে ব্যাটিংয়ে নেমে তার দল তোলে ১৮১ রান। জবাবে র‌্যাপ্টর্স গুটিয়ে যায় মাত্র ৮৫ রানে। ফলে ৯৬ রানের বিশাল জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করে আটালান্টা।

ইনিংসের ছয় নম্বরে নেমে সাকিব জুটি বাঁধেন আরেক বাঁহাতি ব্যাটার স্টিভেন টেলরের সঙ্গে। দুজনের ব্যাটে আসে ৪১ বলে ৭৯ রানের জুটি। সাকিব মারেন ৩ চার ও ১ ছক্কা, টেলর খেলেন দুর্দান্ত এক ইনিংস—৬২ বলে অপরাজিত ৯৭, যেখানে ছিল ১২টি ছক্কা, কিন্তু কোনো চার নয়!

বোলিংয়েও ঝলক দেখান সাকিব। যদিও পুরো কোটার ওভার করতে পারেননি, মাত্র ২ ওভার বোল করে নিয়েছেন ২ উইকেট। দলীয় বোলারদের মধ্যে সানি প্যাটেল ছিলেন সবচেয়ে সফল—৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যর্থতার পর মাইনর লিগে সাকিবের এমন শুরু নিঃসন্দেহে স্বস্তি এনে দেবে ভক্তদের। সিপিএলে ১১ ম্যাচে ব্যাট হাতে করেছিলেন মাত্র ১৮০ রান, উইকেট ছিল ৬টি, ইকোনমি ৮.৩০। সেখানে যুক্তরাষ্ট্রে নামতেই যেন ফের জ্বলে উঠলেন বাংলাদেশি তারকা।

দেশের ক্রিকেট থেকে বহুদিন দূরে রয়েছেন সাকিব। গত বছরের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে ফেরেননি এই নৌকা প্রতীকের সংসদ সদস্য। এরপর থেকেই তিনি জাতীয় দলের বাইরে, খেলছেন বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে—পিএসএল, গ্লোবাল সুপার লিগ, ম্যাক্স ৬০, সিপিএল আর এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট।