ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় মো. শাহজাহান (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে মহাসড়কের জোরারগঞ্জ থানার দক্ষিণ পাশে ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার বটতল ইউনিয়নের উল্লাখালী গ্রামের আব্দুল ওয়াব মিয়ার ছেলে। তিনি চট্টগ্রামের আল আরাবি পার্সপোর্ট মেডিকেল হাসপাতালে চাকরি করতেন বলে জানা গেছে।
নিহতের চাচাতো ভাই সোহরাব হোসেন নয়ন বলেন, ‘গতকাল শুক্রবার ছুটি শেষে আজ শনিবার ভোরে তিনি মোটরসাইকেলযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। পথে জোরারগঞ্জ থানার দক্ষিণ পাশে ইউটার্ন এলাকায় দুর্ঘটনায় মারা যান। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সকালে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাহজাহান মারা যান। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’